ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. আবদুল হাকিম সরকারকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মেয়াদ পূর্ণ হওয়ার পাঁচ মাস আগেই তাঁকে উপাচার্য পদ থেকে অপসারিত করা হলো।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এস এম আব্দুল লতিফ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহনাজ সামাদের সই করা ফ্যাক্স বার্তায় উপাচার্য ড. আবদুল হাকিম সরকারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ১৯৮০-এর ১০ (১) ধারা অনুযায়ী নিয়োগ আদেশে (ক) শর্ত অনুসারে অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে উপাচার্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।তবে কী কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হলো তার কোনো কারণ উল্লেখ করা হয়নি এতে।
অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক। গত ২৭ ডিসেম্বর ২০১২ সালে তাঁকে চার বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।