ছাত্রলীগের অবরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘অচল’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ কর্মসূচির কারণে দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে শাটল ট্রেন চলাচল। এ কারণে আজ বৃহস্পতিবারও কোনো ক্লাস হয়নি।
তবে কয়েকটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্লাস না হওয়ায় এক প্রকার অচল হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এ শিক্ষাপ্রতিষ্ঠান।
ছাত্রলীগের কমিটি গঠনের জের ধরে পদবঞ্চিতদের অবরোধ ও শাটল ট্রেনে হামলার কারণে দুইদিন ধরে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল। অবরোধ কর্মসূচি চলার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের পদ পাওয়া নেতাকর্মী ও বাইরে পদবঞ্চিতরা নানা কর্মসূচি পালন করেছে।
সদ্যঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ২০১ সদস্যের কমিটিতে পদবঞ্চিতরা সকাল থেকে এ অবরোধ কর্মসূচি শুরু করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন আহমেদ বলেছেন, এসব ঘটনার সাথে বিশ্ববিদ্যালয়ের সামান্যতম সম্পর্ক নেই। শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিকভাবে সমস্যা সমাধান হলে প্রশাসন স্বাগত জানাবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপাচার্য সবার সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি মনসুর আলম বলেন, যারা বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বিক্ষোভরত ছাত্রলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম দিনার জানান, তারা প্রকৃত মূল্যায়ন পাননি। নতুন কমিটিতে ছাত্রশিবিরের লোকজন স্থান পেয়েছে বলেও অভিযোগ তাঁর।