জাবির ৩১তম আবর্তনের ১৩তম বর্ষপূর্তি
গতকাল শনিবার, ১৬ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩১তম ব্যাচের ১৩তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ‘ট্রান্সপোর্ট’সংলগ্ন বাঁধনের অফিসের পাশে বেলা ১১টার দিকে কেক কেটে দিনটির শুভসূচনা করা হয়।
এ সময় জাবি ক্যাম্পাসে ৩১তম ব্যাচের শতাধিক বন্ধু মিলিত হয়ে পুরোনো স্মৃতি রোমন্হন করেন। কেউ হলগুলো ঘুরে দেখতে যান, আবার কেউ পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এর পর দুপুরে বটতলায় খাওয়ার পর্ব শেষ করে সবাই চলে আসেন ট্রান্সপোর্ট নামক একটি জায়গায়। সেখানে চলে আড্ডা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের বন্ধুরা ২০০২ সালের ১৬ মে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার পর থেকে এই দিনটি ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা বিশেষ দিন হিসেবে পালন করে আসছেন।