ঢাবি’র ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুলশান শুটিং ক্লাবে সম্প্রতি এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য অধ্যাপক দূর্গাদাস ভট্টাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহাম্মদ আব্দুল মঈন, সরকারের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লীপু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানসহ সরকারি ও বেসকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এ সময় ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নকালীন স্মৃতিচারণে মেতে ওঠেন তাঁরা।
অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা পর্ষদ থেকে জানানো হয়, খুব শিগগির নিজস্ব জমিতে ক্লাবের স্থায়ী স্থাপনার কাজ শুরু হবে। বিভিন্ন সামাজিক সেবামূলক কাজেও ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা জানান ক্লাবের মুখপাত্ররা।