উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি চলছে। আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয় ও ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং আশপাশের এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকে।
আজ শনিবার সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এসব এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। তবে, মাত্র দুজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশের অনুমতি পাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা।
এদিন সকাল ১০টার পর থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হলে দলের মনোনয়নপ্রত্যশীদের নামে বিভিন্ন স্লোগানে দিতে থাকেন নেতাকর্মীরা। এবার মনোনয়নপত্রের দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগেরবার ছিল ৩০ হাজার টাকা।
শনিবার সকাল থকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা বিশাল মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় দলীয় প্রতীক নৌকা ও মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে স্লোগান চলতে থাকে। একের পর এক মিছিলে মিছিলে প্রেস ক্লাব, সচিবালয় থেকে শুরু করে জিরো পয়েন্টে হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট হয়ে পুরো গুলিস্তান এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে চলে যায়।
এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য়লয়ের সামনে নেতাকর্মীদের ভিড়ের কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। মাইকে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বারবার মাইকে ঘোষণা দিচ্ছেন, দলীয় কার্যালয়ের নিচতলা ও প্রবেশদ্বার ফাঁকা রাখার জন্য। এ ছাড়া ভিতরে না ঢুকতেও অনুরোধ করেন এ নেতা।
শনিবার সকালে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি। তিনি গাজীপুরের কাপাসিয়া আসন থেকে মনোনয়নপ্রত্যাশী।
শনিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন সাবেক ছাত্রনেতা হেমায়েত উদ্দিন। চাঁদপুর-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০টি, সিলেট বিভাগ ১১টি, ময়মনসিংহ বিভাগ ১৫টি, বরিশাল বিভাগে ১১টি, খুলনা বিভাগে ২২টি, রংপুর বিভাগ ১৭টি, রাজশাহী বিভাগ ২৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় এ তথ্য জানিয়েছেন। তিনি বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিক্রির দায়িত্বে রয়েছেন।