বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় বাড়াল ইসি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসতে চায় এমন বিদেশি সংস্থা ও সাংবাদিককে আবেদন করার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত ছিল আবেদন করার শেষ দিন। কিন্তু, বিদেশি সংস্থা ও সাংবাদিকদের আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়িয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বিষয়টি জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার দেবনাথ বলেন, আজকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন করার শেষ দিন ছিল। কয়েকটি সংস্থা সময় বাড়ানোর আবেদন করেছিল। আমরা ওই আবেদন কমিশনে উঠিয়েছিলাম। কমিশন আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়িয়েছে। ফলে, বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকরা ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অশোক কুমার দেবনাথ বলেন, এ পর্যন্ত আমরা যে আবেদন পেয়েছি, তাতে দেশ হিসেবে বিবেচনা করলে ১২টি দেশ থেকে আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটি সংস্থার আবেদন পেয়েছি। আর সংখ্যা হিসেবে বিবেচনা করলে ৩০ থেকে ৩২ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে। কেননা আমাদের কাছে আরও চিঠি রয়ে গেছে।
অশোক কুমার দেবনাথ বলেন, চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকট্রোরাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চারজন, এনডিআই ও আইআরআইয়ের পাঁচজন এবং ইউরোপিয়ান ইউনিয়নের চার জন। আর ব্যক্তি হিসেবে আছেন ৩০ থেকে ৩২ জন। সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যান্যবারের তুলনায় সাড়া কেমন পাওয়া গেছে, এমন প্রশ্নে অশোক কুমার দেবনাথ বলেন, আমি তো দেখছি সাড়া ভালোই পাওয়া গেছে। সংস্থা আবেদন করেছে, ব্যক্তিরা আবেদন করেছে।
আগে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের থেকে আরও বেশি সংখ্যক পর্যবেক্ষরা আসতেন, এবার কম আসছে। এ জায়গা থেকে কোনো গ্যাপ আছে কি না, এমন প্রশ্নে অশোক কুমার দেবনাথ বলেন, সেটা মনে করছি না। কারণ এনডিআই এবং আইআরআই সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন। তারা আসার জন্য সম্মতি দিয়েছেন।