সাবেক আইজিপি নূর মোহাম্মদের আসনে কাহার আকন্দ
কিশোরগঞ্জ-২ আসনে সংসদ সদস্য ছিলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এই আসনে এবার তিনি মনোনয়ন পাননি। আওয়ামী লীগ থেকে নূর মোহাম্মাদের আসনে মনোনীত করা হয়েছে আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি (অব.) আব্দুল কাহার আকন্দকে।
আজ রোববার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাহার আকন্দ বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। এ ছাড়া তিনি ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ২০০৯ সালের পিলখানা হত্যা মামলারও তদন্ত কর্মকর্তা ছিলেন। তিনি পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে চাকরি শেষ করে ২০১৯ সালে অবসরে যান। এরপর থেকে তিনি কিশোরগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।