সাকিবের বাড়ির সামনে বাঁধভাঙা উচ্ছ্বাস, ফুরসত নেই কল ধরার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবার রাজনীতিতে নাম লেখালেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন। এর আগে থেকেই মাগুরাতে তার বাড়ির সামনে ভক্ত-সমর্থকের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই তাকে অভিনন্দন জানাতে মুঠোফোনে কল করছেন, তবে তিনি কল ধরতে পারছেন না বলে জানিয়েছেন ভক্তদের অনেকে।
সাকিবের নাম ঘোষণার পর থেকেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে মাগুরাবাসী। নির্বাচনী এলাকার ভোটার ও ভক্তরা আনন্দ-উল্লাস করছেন সাকিবের বাড়ির সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে। ভক্ত-সমর্থকদের অনেকে জানান, নাম ঘোষণার পর তারা মুঠোফোনে একাধিকবার কল করে না পেয়ে এসএমএসের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, তাদের প্রিয় এই মানুষটির এখন ব্যস্ততা থাকাই স্বাভাবিক। যদিও আগে-পরে কল দিলেই ধরতেন তিনি। তবে, এমন এক মুহূর্তে কল ধরতে না পারাটাকেও তারা উচ্ছ্বাসের অংশ হিসেবে মনে করছেন। যদিও পরে হয়তো কল বা এসএমএস পাবেন বলে প্রত্যাশা তাদের।
এর আগে গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ২৯৮ আসনের প্রার্থী চূড়ান্ত করে। সাকিব যে আসন থেকে মনোনয়ন পেয়েছেন সে আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর (মাগুরা ১)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১৮ নভেম্বর তিনটি আসনের জন্য সাকিবের পক্ষে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন তার স্বজনরা। আসনগুলো হলো—ঢাকা-১০, মাগুরা-১ ও ২।