ঢাকা-৬ আসনে মুখোমুখি হবেন সাঈদ খোকন-ফিরোজ রশীদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গতকাল রোববার (২৬ নভেম্বর) ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীতদের নাম ঘোষণার পর দিনই দলীয় প্রার্থীদের নাম জানায় জাতীয় পার্টি। সেখানে দেখা যায়, ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের মুখোমুখি হবেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন।
আজ সোমবার জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ঢাকা-৬ থেকে কাজী ফিরোজ রশীদের নাম ঘোষণা করেন। একদিন আগে আওয়ামী লগের সাধারণ সম্পাদক এই আসনে তাদের প্রার্থী হিসেবে সাঈদ খোকনের নাম ঘোষণা করেন।
২০০৮ সালের নির্বাচনে এ আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লগের মিজানুর রহমান খান দীপু। এরপর জোটগতভাবে আওয়ামী লীগ এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে এ আসনের দখল নেন কাজী ফিরোজ রশীদ। তিনি ২০১৪ ও ২০১৮ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
এই আসনে এক সময় সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের কোরবান আলী ও সাবের হোসেন চৌধুরী, বিএনপির এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মির্জা আব্বাস এবং জাতীয় পার্টির আবদুর রহিম।