দ্বাদশ সংসদ নির্বাচন : মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু আজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে, যা চলবে আগামী সোমবার পর্যন্ত।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। এদিন বিকেল ৪টায় শেষ হয় মনোনয়পত্র জমা নেওয়া। এ সময়ে ৩০টি নিবন্ধিত দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় জানায়, ৩০০ সংসদীয় আসনের নির্বাচনে লড়তে চান দুই হাজার ৭৪১ জন প্রার্থী।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফিসল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।