দ্বাদশ সংসদ নির্বাচনে লড়বেন ১৮৯৬ জন
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন। চলছে ক্ষণগণনা। ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে। মনোনয়ন প্রত্যাহার শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জনে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ রোববার (১৭ ডিসম্বের) এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, মনোনয়নপত্র দাখিল করেছিলেন দুই হাজার ৭১৬ জন প্রার্থী। বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জনের। আপিল হয়েছিল ৫৬০টি। আপিল শুনানি শেষে ২৮৬ জনের মনোনয়নপত্র বৈধ হয়। আপিল নামঞ্জুর হয় ২৭৪টি। আজকে সারাদেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি ও স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৭টি দল ও স্বতন্ত্র মিলে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জনে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দলের সবগুলো দলই অংশগ্রহণ করছিল। সে সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিলো এক হাজার ৮৬১ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা এক হাজার ৭৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২৮ জন।