সমান ভোট পেলে ফলাফল হবে লটারিতে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। এই নির্বাচনে কোনো প্রার্থী সমান ভোট পেলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা আজ সোমবার (১৮ ডিসেম্বর) সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটিতে বলা হয়েছে, যদি কোনো নির্বাচনি এলাকার ফলাফল একত্রীকরণের পর দেখা যায়, দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বি প্রার্থী সমসংখ্যক ভোট পেয়েছেন, সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করবেন। লটারি যে প্রার্থীর অনুকূলে পড়বে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন বলে গণ্য হবেন এবং তাকে নির্বাচিত বলে ঘোষিত হবেন।
উপস্থিত সব প্রতিদ্বন্দ্বি প্রার্থী এবং তাদের নির্বাচনি এজেন্টের সামনে এই লটারি হবে জানিয়ে নির্দেশনায় বলা হয়, এই লটারির পুরো কার্যক্রমটি কার্যবিবরণীতে লিপিবদ্ধ করবেন রিটার্নিং কর্মকর্তা। লিপিবদ্ধ কার্যবিবরণীতে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টেদের সই নিতে হবে।