আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার প্রার্থীকে জরিমানা
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে জরিমানা করা হয়েছে। পরে জরিমানার ১০ হাজার টাকা আদায় করা হয়।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় সদর উত্তর ইউনিয়ন এলাকায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, ওই প্রার্থী তোরণ নির্মাণ করে আচরণবিধি লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেওয়া হয়। অর্থদণ্ড আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে ব্যানার ও তোরণ অপসারণ করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।’