নির্বাচন ঘিরে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। ভোটগ্রহণ উপলক্ষে আগামী ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে ৬ জানুয়ারি থেকে নির্বাচনের দিন পর্যন্ত টেক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ইঞ্জিন চালিত নৌকা চলাচল বন্ধ থাকবে। এক পরিপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা দিয়েছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) পরিপত্রটি জারি করা হয়।
একইসঙ্গে জানানো হয়েছে, নির্বাচন উপলক্ষে চার দিনের জন্য মিছিল, সভা ও শোভাযাত্রা বন্ধ থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরু পূর্ভবর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আগামী ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনীও মাঠে থাকবে বালে পরিপত্রে জানানো হয়।