অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে ইসি : রাশেদা সুলতানা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারও অবহেলা থাকলে তাকে শাস্তির আওতায় আনা হবে। কারোর কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সকল পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিবেশ আরও উন্নত হবে। সবাইকে আইন সম্পর্কে সচেতন থাকতে হবে।’
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের আর ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের। আশা করি, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে।’
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী প্রমুখ।
এর আগে ইসি রাশেদা পাবনা শিল্পকলা একাডেমিতে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন।