আ.লীগ প্রার্থী নদভীর গানম্যানে আপত্তি স্বতন্ত্র প্রার্থীর
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যকে দিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও টাকা বিতরণের অভিযোগ তুলে তাকে প্রত্যাহারের দাবি তুলেছেন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, নির্বাচনি প্রচার প্রচারণার শুরু থেকে মামুন মিয়া নামে এক পুলিশ সদস্যকে গানম্যান হিসেবে সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর সঙ্গে রয়েছে। সম্প্রতি এই পুলিশ সদস্য ভোটার ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। এই পুলিশ সদস্যকে দিয়ে টাকা বিতরণও করছেন নদভী, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘সরকারি গানম্যানকে দিয়ে ভোটারদের হুমকি-ধমকি, এমনকি টাকা বিতরণের মতো জঘন্য অন্যায় কাজ করাচ্ছেন আবু রেজা নদভী। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করছি, তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।’
এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ‘আমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার আমাকে গানম্যান দিয়েছে। ইতিপূর্বে প্রতিপক্ষ আমার ও আমার স্ত্রীর ওপর একাধিকবার হামলা চালানোর চেষ্টা করেছে। আমার শ্যালকসহ নেতাকর্মীদের মেরে রক্তাক্ত আহত করেছে। আমার নিরাপত্তা আরও বাড়ানো দরকার বলে মনে করি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘আমি এম এ মোতালেবের দেওয়া অভিযোগের অনুলিপি পেয়েছি। এ বিষয়ে আমি নির্বাচনি অপরাধ অনুসন্ধান কমিটিকে চিঠি দিয়েছি।’