আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার গ্রহণের পর আগামী ৩ জানুয়ারির মধ্যে ওই প্রার্থীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে মামলাটি করেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুন মোল্লা।
জেলা পিপি ইফতেখার সাইমুল জানান, নির্বাচনি আচরণবিধি আইনের ৮(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্ধি গ্রহণ করে ও রির্টানিং অপরাধ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলার বাদী বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা জানান, গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে মামলা করার আদেশ পান। চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য বাঁশখালী আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের আচরণবিধি লঙ্ঘন, শোডাউন এবং অধিক জনসমাগম নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।