পাবনায় দুই প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, অতিরিক্ত পুলিশ মোতায়ন
পাবনা-১ আসনে নির্বাচনি প্রচারের সময় স্বতন্ত্রপ্রার্থী অধ্যাপক আবু সাইয়দ ও নৌকার প্রার্থী শামসুল হক টুকুর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে সাঁথিয়ার নাকডেমরা ইউনিয়নের সিলন্দা বাজারে এ ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপ হয়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা করা হয়।
জানা গেছে, নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রশাসনকে না জানিয়ে তারা সেখানে নির্বাচনি প্রচারে গিয়েছিল। সেখানে নৌকা ও স্বতন্ত্রপ্রার্থীর উভয় পক্ষের সমর্থকেরা প্রচার-প্রচার কাজ করছিল। পরে তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। পরে সেখানে পুলিশ গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
আইনগত ব্যবস্থা প্রসঙ্গে জানতে চাইলে ওসি আনোয়ার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।