জাপার প্রার্থীর হত্যার হুমকির অভিযোগে জিডি
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি দাবি করেছেন, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তাঁকে এ হুমকি দেওয়া হয়।
আদিতমারী থানায় জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার ভাদাই পশ্চিমপাড়া কিসামত বড়াইবাড়ি গ্রামের বাড়ি থেকে ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় বাঁশঝাড়ে আগে থেকে মুখমণ্ডল ঢেকে লুকিয়ে থাকা তিন-চারজন দৃর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগাল করে। একই সঙ্গে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে পুরো পরিবারের ক্ষতি করারও হুমকি দেয় তারা। একপর্যায়ে নির্বাচন বর্জন করবেন—এমন প্রতিশ্রুতি দিলে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে চলে যায়।
দেলোয়ার হোসেন বলেন, ‘অস্ত্র ঠেকিয়ে আমাকে নির্বাচন বর্জন ও হত্যার হুমকি দেওয়া হয়। ফলে তাৎক্ষণিকভাবে নির্বাচন বর্জনের কথা বলতে বাধ্য হয়েছিলাম মুখমণ্ডল ঢেকে আসা লোকদের।’
আজ বিকেলে জিডি করা হয়েছে জানিয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।’