সাকিবের নির্বাচনি প্রচারে প্রীতি ম্যাচ, খেললেন সোহান-সৈকতরা
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় আজ শুক্রবার (২৯ ডিসেম্বর)। এতে অংশ নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও সোহানুর রহমান সোহানসহ কয়েকজন তারকা ক্রিকেটার।
এদিন সকালে মাগুরার নোমানী ময়দানে জেলা ক্রিকেট দলের সঙ্গে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নেন নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মমিনুল হক, সোহাগ গাজী, মুক্তার হোসেন, নাঈম ইসলামসহ নন্দিত ক্রিকেটাররা।
এ সময় খেলা উপভোগ করতে আসা দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান।
এ ছাড়া মাঠে ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।