৭ জানুয়ারি ক্ষমতাসীনদের বয়কটের ডাক বিএনপির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রোববার (৭ জানুয়ারি)। এই নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে বিএনপি। এই নির্বাচন ‘বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত’ মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ডাক দেন।
আজ শনিবার বিকেলে ভার্চ্যুয়াল সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন, আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। অভিনব মডেলের ডামি নির্বাচনি নাটকের মাধ্যমে অবৈধভাবে গত ১৫ বছরের মতো আবারও ক্ষমতায় থাকতে এক বিপজ্জনক খেলার আয়োজন করা হয়েছে। আবারও প্রতারণার জাল বিছানো হয়েছে।’
রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের দলদাস রাষ্ট্রযন্ত্র শুধু দেশের মানুষকেই অগ্রাহ্য করেনি, তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিতই করেনি, আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বকে উপেক্ষা করে প্রকাশ্য তথাকথিত ভোটরঙ্গ বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর বিপদের অতলে। ইতিমধ্যে এই নির্বাচন বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত হয়েছে।’ তিনি বলেন, ‘তামাশার ভোটের একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববারের ভোটের ব্যালট পেপারে নৌকায় সিল মারা ছবি দিয়ে পোস্ট করছে আওয়ামী লীগের লোকজন। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ভোটের ব্যালট পেপারে নৌকায় সিল মারা পেপার বইয়ের ছবি প্রমাণ করে, কী ধরনের নির্বাচনি তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে।’
রিজভী বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ৭ জানুয়ারির ভোট বর্জন করি।