আজও জামিন পেলেন না আরিয়ান, থাকতে হচ্ছে জেলে
মাদক মামলায় আজ শুক্রবারও জামিন পাননি বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খান। মুম্বাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান আরএম নেরলিকার আজ আরিয়ানসহ তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেন।
এর আগে দুই দফা রিমান্ড শেষে গতকাল আরিয়ান খানকে ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠায় মুম্বাইয়ের আদালত। সেদিনই অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে।
আদালতে এনসিবির তরফে বলা হয়েছে, আরিয়ানসহ অপর অভিযুক্তদের জামিনের আবেদন ভুল, অস্পষ্ট এবং গ্রহণযোগ্য নয়।
টাইমস অব ইন্ডিয়ার খবর, আরিয়ান বর্তমানে মুম্বাইয়ের আর্থার জেলে রয়েছে। তাকেঁ ৩-৫ দিনের কোরেনটাইনে রাখা হবে।
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।