আমাকে কালার করার চেষ্টা হচ্ছে : ইমন
অন্তর্জালে ভাইরাল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপের বিষয়ে চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলছেন, আমাকে কালার করার চেষ্টা হচ্ছে।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ অন্তর্জালে ভাইরাল হয়েছে। সেই ফোনালাপে চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মাধ্যমে প্রতিমন্ত্রী নায়িকার সঙ্গে কথা বলেন।
ভাইরাল হওয়া সেই ফোনালাপ সত্য ও প্রায় দুই বছর আগের বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মামনুন হাসান ইমন। তিনি বলেন, “ফোনালাপটি ২০২০ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহের। এটি ‘ব্লাড’ সিনেমার মহরতের আগের দিনের। প্রতিমন্ত্রী হঠাৎ ফোন দেন ...।”
প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যে আচরণ করেছেন সে ব্যাপারে ইমন তখন কিছুই জানতেন না দাবি করে বলেন, ‘আমি হতাশ হয়েছি, মন্ত্রী শিল্পীদের ফোন দিতেই পারেন। কিন্তু, এমন আচরণ অগ্রহণযোগ্য।’
এই চিত্রনায়ক আরও যুক্ত করেছেন, ‘মন্ত্রী ফোন দিলে আমার কিছু বলার থাকে না। কিন্তু কিছু খারাপ লোক স্ট্যাটাস দিয়ে আমাকে কালার করার চেষ্টা করছে।’
এ প্রসঙ্গে কথা বলতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।