আমি এখন সিঙ্গেল, এমপি হতে ইচ্ছুক : জায়েদ খান
ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান ব্যক্তিজীবনে সিঙ্গেল এবং ভবিষ্যতে সংসদ সদস্য (এমপি) হওয়ার ইচ্ছে পোষণ করেছেন। যদিও এমপি হতে মরিয়া নন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন মন্তব্য করেছেন সমিতির সাধারণ সম্পাদক।
সিনেপাড়ায় জোর গুঞ্জন, একাধিক চিত্রনায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নায়ক জায়েদ খান। যদিও বরাবরই এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। তবে সোমবার নিজের প্রেম প্রসঙ্গে এই চিত্রনায়ক জানিয়েছেন, ‘মিথ্যা বলব না, প্রেম করেছি। কিন্তু এখন আমি সিঙ্গেল। যাদের সঙ্গে প্রেম করেছি, তাদের নাম বলা যাবে না। তবে আমি এত বেশি প্রেম করিনি। হ্যাঁ, আমি মিডিয়াতেই প্রেম করেছি। সিনেমার মানুষদের সাথেই আমার প্রেম। তবে কতগুলো প্রেম করেছি, সে সংখ্যা বলা যাবে না। সংখ্যা বললে তো আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব।’
বিয়ে প্রসঙ্গে এই চিত্রনায়কের মন্তব্য, তাঁর এখনও বিয়ের বয়স হয়নি। তাঁর ভাষ্যে সেটা এমন, ‘বাবা যেহেতু বেঁচে নেই; বাবার খুব স্বপ্ন ছিল বউ দেখার। সবাই শুধু একটা প্রশ্নই করে, বিয়ে করব কবে? আমার মায়েরও একই প্রশ্ন। কিন্তু আমার বিয়ে করার বয়স এখনও হয়নি। তাই আমি বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না।’
অভিনয় ও শিল্পী সমিতির বাইরে জায়েদ খান বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য। রাজনীতি নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এই নায়কের ভাষ্য, ‘আমার রাজনীতি খুব পছন্দ। অবশ্যই মানুষের কল্যাণে কাজ করতে চাই। যেমন এখন শিল্পীদের কল্যাণে কাজ করছি। ভবিষ্যতে আমাকে দলের নেত্রী ও নীতি-নির্ধারকেরা যদি মনে করেন সংসদ সদস্য হিসেবে বা অন্য কোনও পদবিতে কাজ করাবেন, তাতে আমি ইচ্ছুক। রাজনীতি নিয়ে খুব ভালো লাগা আছে। আগ্রহ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে রাজনীতি করতে চাই। তবে এটার জন্য মরিয়া না যে এমপি হতেই হবে।’
জায়েদ খান বর্তমানে সরকারি অনুদানের ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।