ইতিহাসের সঙ্গে নাম লেখালাম : জায়েদ খান
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা (১৯৭২-৭৬) টিক্কা খানের চরিত্র অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান।
বিএফডিসির মানবসম্পদ ও অর্থ বিভাগের পরিচালক ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে গতকাল বিএফডিসিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ খান।
এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে জায়েদ খান বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক একটি স্বপ্নের প্রজেক্ট, জীবনের সেরা প্রাপ্তি; আমি একটি ইতিহাসের সঙ্গে নাম লেখালাম। মুম্বাইয়ে অডিশন দিয়েই আমি সিনেমাটিতে যুক্ত হয়েছি। বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছি। আমার অংশের শুট শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।’
২০ নভেম্বর শুরু হয়েছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শেষ ধাপের শুটিং। চলতি বছরের মার্চে সিনেমাটি মুক্তির কথা ছিল। করোনার কারণে শুট না করতে পারায় তা পিছিয়ে ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।