এবার ওপার বাংলায় পরী মণি
রবীন্দ্রনাথ ঠাকুরের অসম্ভব ভক্ত সময়ের অন্যতম আলোচিত নায়িকা পরী মণি। নিজের বাসায় ড্রয়িংরুমে রবীন্দ্রনাথের বড় একটি ছবি টাঙিয়ে রেখেছেন। এমনকি তাঁর বুকশেলফ সাজানো রয়েছে রবীন্দ্রনাথের বই দিয়ে। বিশেষ দিনে পরী রবীন্দ্রনাথের বই উপহার পেয়ে আপ্লুত হন।
এবার তিনি বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি অবলম্বনে ওয়েব সিরিজে অভিনয় করছেন। আর এটি নির্মাণ করবেন কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি। এটি হৈচৈ প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
ওয়েব সিরিজটি নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল মিডিয়াপাড়ায়। কিন্তু এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা বা পরিচালক। তবে এবার ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় খবর প্রকাশ করার পর বিষয়টির সত্যতা যাচাইয়ে নড়েচড়ে বসেছে সবাই।
এ বিষয়ে জানতে পরী মণিকে ফোন দেওয়া হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে আনন্দবাজার জানিয়েছে, নায়িকা পরী মণি এ ওয়েব সিরিজে জুটি বাঁধবেন ওপার বাংলার বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চ্যাটার্জির সঙ্গে। তাঁদের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের দুই তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকেও।
ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, পরিচালক অনেক দিন ধরেই এ বইটি নিয়ে কাজ করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে গিয়ে বৈঠক করে এলেও বিষয়টি বাস্তবায়িত হয়নি। অবশেষে সব চূড়ান্ত হয়েছে। এ সিরিজ়ে দুই বাংলার অভিনয়শিল্পীরা থাকবেন।
তবে আপাতত মুখ্য চরিত্র মুশকান জুবেরীর চরিত্রে চূড়ান্ত হয়েছেন পরী মণি। এর আগে মুশকান জুবেরীর চরিত্রের জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেওয়ার কথাই বলেন। তবে শেষ পর্যন্ত এ সিরিজ়ে জয়ার বদলে পরী মণিকেই নেওয়া হচ্ছে।
শিগগিরই এ ওয়েব সিরিজের কাজ শুরু হবে বলে জানা গেছে। এ মুহূর্তে সৃজিতের হাতে ফেলুদার নতুন কিস্তির ব্যস্ততা। এটি গুছিয়ে নিয়েই মাঠে নামবেন তিনি।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরী মণির। কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই ২৩টি চলচ্চিত্রে যুক্ত হয়ে আলোচনায় আসেন পরী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘মহুয়া সুন্দরী’ ও ‘রক্ত’।