চিকিৎসার টাকা নেই, অসুস্থ বাবাকে নিয়ে ঢাকায় সাফা!
খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু ও অভিনেত্রী সাফা কবির যোগ দিয়েছেন এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নিজেদের অংশের শুটিংও শেষ করেছেন তাঁরা।
এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে নির্মাতা মাহমুদুর রহমান হিমি আজ মঙ্গলবার সকালে বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এই ধারাবাহিক নাটকে ছোট পর্দার সব তারকা অভিনয় করবেন। এমন ঘোষণা আগে থেকেই জানিয়ে রেখেছি। সেই ধারাবাহিকতায় ঈদের পর আমাদের হাউসে যোগ দিলেন ফজলুর রহমান বাবু ভাই ও সাফা কবির।’
তাঁরা নাটকে কী চরিত্রে অভিনয় করছেন, এমন প্রশ্নে নির্মাতার ভাষ্য, ‘ধারাবাহিকে সাফার বাবার চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু ভাই। গ্রাম থেকে এসেছেন তাঁরা। বাবু ভাই অসুস্থ, হাসপাতালে ভর্তির টাকা নেই। সে কারণে বাসায় রেখে চিকিৎসা করানো হচ্ছে তাঁকে। বাকি গল্প জানাতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।’
দয়াল সাহের চিত্রনাট্য-রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে।
ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।