জায়েদ খানের নায়িকা অপু, বোন ঋতুপর্ণা
‘জখম’ শিরোনামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন নির্মাতা অপূর্ব রানা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজের অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে সিনেমার ঘোষণা ও মহরত অনুষ্ঠিত হয়।
সিনেমাটিতে আরও অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চলতি বছরের মে মাসেই এনটিভি অনলাইন জানিয়েছিল, সিনেমাটিতে ঋতুপর্ণার জায়েদ খানের বড় বোনের চরিত্রে অভিনয় করবেন।
এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় শুক্রবার সকালে জায়েদ খান জানিয়েছেন, ‘সাংগঠনিকসহ নানা জটিলতায় সিনেমায় মন দিতে পারি না। এখন থেকে সিনেমায় আরও সিরিয়াস হব। করোনা কমলেই সিনেমাটির শুট শুরু হবে। সম্প্রতি আরও বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলো পরে জানাব...।’
ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকনের ‘স্বামী কেন আসামী’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পথচলা শুরু করেন। সর্বশেষ তাঁকে ঢাকাই সিনেমায় দেখা গেছে ২০১৮ সালে অভিনেতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ সিনেমায়।
নতুন ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজ
গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, জায়েদ খান, মাহিয়া মাহি, বিপাশা কবির, পরিচালক সোহানুর রহমান সোহান, শান্ত খান, দীঘিসহ অনেকে।
আয়োজনে জানানো হয়েছে, সিনেবাজে বিনামূল্যে দেখা যাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি। নবাগত শান্ত খান ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত এ সিনেমায় টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সে কাহিনিই তুলে আনা হয়েছে বলে দাবি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার। পরিচালনা ও প্রযোজনা করেছেন সেলিম খান।
সিনেবাজ অ্যাপে মুক্তির অপেক্ষায় আছে ‘আগস্ট ১৯৭৫’, ‘বিদ্রোহী’, ‘কমান্ডো’, ‘বিক্ষোভ’, ‘লাইভ’, ‘অগ্নিবীণা’, ‘বুবুজান’, ‘লাগ ভেলকি লাগ’, ‘মাফিয়া’, ‘ছুটি’, ‘চোখ’ ও ‘চক্কর’ সিনেমাগুলো।