ঢাকায় এলেন, গাইলেন-নাচালেন বলিউডের বাদশাহ
বলিউডের জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী বাদশাহ ঢাকার এক ব্যবসায়ী পরিবারের এক সদস্যের গায়েহলুদের অনুষ্ঠানে পারফর্ম করেছেন।
রোববার (২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে সে গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে এক ঘণ্টার বেশি সময় অতিথিদের গান শুনিয়েছেন বাদশাহ। তাঁর গানে নেচেছেন অতিথিরা।
ওই আয়োজনে বাদশাহ ছাড়াও ভারতের প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিলও অংশ নিয়েছেন বলে জানা গেছে। বাদশাহসহ তাঁদের পারফর্ম করার ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।
বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে ব্যান্ড ‘মাফিয়া মন্দির’-এ সংগীত কর্মজীবন শুরু করেন। তবে, ২০১২ সালে তিনি হানি থেকে আলাদা হন। এর পর ২০১৮ সালে বাদশাহ ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনে ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তালিকাভুক্ত হন। তিনি প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ইউটিউবে মাত্র ২৪ ঘণ্টায় ৭৫ মিলিয়ন ভিউর রেকর্ড ভাঙেন।