তৃতীয় বিয়ে করেছেন সালমান শাহের স্ত্রী সামিরা
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক নায়কের মৃত্যুর পর সালমান শাহের বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেছিলেন। সেই সংসারের ইতি টেনে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ। আজ ১৪ আগস্ট (শনিবার) সন্ধ্যায় তিনি বলেন, ‘গেল ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাই আমি। যেটি দুজনের সম্মতিতেই কার্যকর হয়েছে ২১ জুন।’
নতুন সংসার প্রসঙ্গে সামিরা হকের ভাষ্য, ‘নতুন জীবন শুরু করেছি। আমার সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো।’
সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হককে বিয়ে করেন। তাঁর মৃত্যুর পর সামিরা সালমান শাহের বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেছিলেন। সেই ঘরে এক পুত্র ও দুই কন্যা রয়েছে সামিরার।