দোয়া চেয়ে স্বামীকে নিয়ে ওমরাহ করতে গেলেন মাহি
বিয়ের দুই মাস ঘুরতে না ঘুরতে স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ বুধবার সন্ধ্যার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এই চিত্রনায়িকা।
অন্তর্জালে সেই ছবি প্রকাশ করে মাহিয়া মাহি লেখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম বার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার, তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মাহিয়া মাহি সবশেষ ‘ড্রাইভার’ শিরোনামে একটি ওয়েব ফিল্মের শুট করেছেন। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ফিল্মে আরও অভিনয় করছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম ও আমান রেজা।
এ ছাড়া সম্প্রতি মাহি চুক্তিবদ্ধ হয়েছেন চয়নিকা চৌধুরীর ‘অহংকারী বউ’ শিরোনামের একটি সিনেমায়, যেখানে মাহির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব। আগামী ১৭ ডিসেম্বর থেকে সিনেমাটির শুট শুরু হওয়ার কথা।
গেল ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।