নেতা হিসেবে নিজেকে সম্পূর্ণ মার্কস দিতে চাই : জায়েদ খান
তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছেন চিত্রনায়ক জায়েদ খান। ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে এবারও তিনি সাধারণ সম্পাদক প্রার্থী।
এনটিভি অনলাইন জায়েদ খানের কাছে জানতে চেয়েছিল, নেতা হিসেবে জায়েদ খান নিজেকে কত মার্ক দেবেন?
জায়েদ খানের উত্তর, ‘নেতা হিসেবে আমি জায়েদ খানকে সম্পূর্ণ মার্কস দিতে চাই। কারণ, ছোট বেলা থেকে সংগঠন করি, নেতৃত্বকে অনেক বেশি ভালোবাসি এবং সত্য, সংগঠন করতে অনেক বেশি পছন্দ করি। আপনারা জানেন, ইতোমধ্যে আমি আওয়ামী লীগের উপকমিটির মেম্বার হয়েছি। যেহেতু রাজনীতি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় সময় বা তার আগে থেকে।’
আর অভিনেতা হিসেবে? জায়েদ বললেন, ‘আমি আসলে বলব, কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি বা পারি নাই সেটা আসলে দর্শকের ওপর। আমি আসলে কখনও নিজেকে বড় অভিনেতা হিসেবে দাবি করিনি। আমি বলব হাঁটি হাঁটি পা পা করে শিখছি। এখনও অভিনয় জানি না, শেখার চেষ্টা করছি।’
নির্বাচনে এই হেভি-ওয়েট প্রার্থীর কাছে জানতে চাওয়া হয়েছিল, জায়েদ খান নিজেকে কেন ভোট দেবেন?
জায়েদ খান খান যে উত্তর দিয়েছেন, ‘জায়েদ খান পরোপকারী, যে কোনও মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, নিজের আগে মানুষের বিপদকে গুরুত্ব দেয়, সিনিয়রদের অনেক বেশি সম্মান দেয়, চলচ্চিত্রকে ভালোবাসে, শিল্পী সমিতির সাংগঠনিক কাজ করতে ভালোবাসে।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান একই প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার একই প্যানেল থেকে নির্বাচন করছেন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।