ফের মা হতে চলেছেন স্কারলেট
‘ব্ল্যাক উইডো’ অভিনেত্রী স্কারলেট জোহানসন মা হতে চলেছেন। তিন বছর প্রেমের পরে মার্কিন কমেডিয়ান কলিন জোস্টকে গত বছর গোপনে বিয়ে করেন স্কারলেট। তাঁদের ঘরে প্রথম সন্তান আসছে।
বেশ কিছুদিন ধরে স্কারলেটের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনকে সত্য বললেন স্কারলেটের স্বামী কলিন জোস্ট। পেজ সিক্সকে এ খবর তিনি নিশ্চিত করেছেন বলে খবর ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের।
পেজ সিক্সকে কলিন বলেছেন, ‘বাবা হওয়ার জন্য তর সইছে না।’ সম্প্রতি এক আয়োজনে তিনি বলেন, ‘আমাদের সন্তান আসছে, এটা খুবই উচ্ছ্বাসের।’
এর আগে ফরাসি রোমান ডৌরিয়াককে বিয়ে করেছিলেন স্কারলেট জোহানসন। তাঁদের ঘরে ছয় বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।