ফেসবুকে কটাক্ষকারীদের যা বললেন জায়েদ খান
‘শিল্পী সমিতির নির্বাচনে আমি অবাক, আমরা জোকারে পরিণত হচ্ছি’ শিরোনামে প্রবীণ অভিনেত্রী আনোয়ারার একটি ভিডিও এনটিভির ফেসবুক পেজে প্রকাশ হয় গেল ২৩ জানুয়ারি। সেখানে অন্তর্জালবাসীর একাংশ এই খ্যাতিমান অভিনেত্রীকে ঘিরে নেতিবাচক মন্তব্য করেছেন, যার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান।
জায়েদ খানের ভাষ্য, ‘মানুষকে এ ধরনের হীন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। গুণী মানুষকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া শিখতে হবে।’
অন্তর্জালে জায়েদ খান নিজেও কটাক্ষের শিকার হন। এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘ভোটকে কেন্দ্র করে যাঁরা এমনটা করছেন, তাঁরা কিন্তু ভোটার নন। আমি ভালো কি খারাপ, সেটা আমার শিল্পীরা বিচার করবেন। ২৮ জানুয়ারি সেই বিচারের দিন। আমি ভালো কাজ করলে এবারও জয়ী হব। না করলে চলে যাব। কিন্তু আমাকে নিয়ে বাজে মন্তব্যের কিছু নেই।’
নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে জায়েদ খান ব্যবহার করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বঙ্গমাতা’র শেষ দুই পঙ্ক্তি; ‘সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান একই প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার একই প্যানেল থেকে নির্বাচন করছেন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।