বলিউড কখনও খতম হবে না : রোহিত
কিছুদিন আগে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বাজার বলিউড নিয়ে একপ্রকার ‘তাচ্ছিল্য’ প্রকাশ করেছিলেন তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। বলিউড নিয়ে এই তারকার মন্তব্য ছিল, তাঁকে বহন করার মতো সামর্থ্য বলিউডের নেই। এরপর এ নিয়ে তর্ক গড়িয়েছে বহু দূর।
বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, এবার উত্তর-দক্ষিণ বিতর্কে মুখ খুললেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও বহু বক্স অফিস হিট সিনেমার পরিচালক রোহিত শেঠি। তাঁর মতে, বলিউড কখনও শেষ হবে না।
রোহিতের ভাষ্য, ‘বলিউড কখনও খতম হবে না। আশির দশকে যখন ভিসিআর এলো, লোকে বলা শুরু করল যে হলের ব্যবসা শেষ হয়ে যাবে এবং বলিউডের যুগ শেষ। সম্প্রতি ওটিটির রমরমা অবস্থা দেখে লোকে বলা শুরু করল যে বলিউড শেষ। তো... বলিউড কখনও শেষ হবে না।’
সামনেই মুক্তি পাবে রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ সিনেমা, যেখানে অভিনয় করেছেন রণবীর সিং। আর তাঁর ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় ও শিল্পা শেঠি। এ ছাড়া ‘খাতরোঁ কে খিলাড়ি’র ১২তম মৌসুম নিয়ে হাজির হচ্ছেন রোহিত শেঠি। এই শোর সঞ্চালক তিনি।