‘বাচপান কা পেয়ার’ গেয়ে ভাইরাল সহদেব দুর্ঘটনায় গুরুতর আহত
অন্তর্জালজুড়ে গেল আগস্টে ছোট এক শিশুর কণ্ঠে ভাইরাল গান ‘জানে মেরি জানেমান বাচপান কা পেয়ার’। স্কুলের ইউনিফর্ম পরা সেই শিশুর নাম সহদেব দির্দো। ভারতের ছত্তিশগড়ের সুকমা এলাকার ছিনগড় ব্লকের বাসিন্দা সে।
ভাইরাল হওয়া সেই সহদেব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবর, বাবার সঙ্গে বাইকে করে গ্রামে ফেয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। সহদেবের বাবার সামান্য চোট লাগলেও মাথায় আঘাত পায় ১০ বছরের সহদেব এবং জ্ঞান হারায়। জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় জগদলপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আপাতত চিকিৎসকেরা তাকে রেখেছেন পর্যবেক্ষণে।
এক টুইট বার্তায় ভারতের জনপ্রিয় গায়ক ও র্যাপার বাদশাহ লিখেছেন, ‘সহদেবের পরিবার ও বন্ধুদের সাথে আমি যোগাযোগ রাখছি। ও এখন অজ্ঞান, নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আমি ওর পাশে আছি। আপনাদের সবার প্রার্থনা প্রয়োজন।’
সহদেব দির্দোর গাওয়া গান ভাইরাল হওয়ার পর গানটির রিমেক করেন বাদশাহ।