বিয়ের জন্য প্রস্তুত নই, ওয়াশরুম কারও সঙ্গে শেয়ার করতে পারি না : রিমি
একসময় ‘ধুম’, ‘হাঙ্গামা’, ‘হেরা ফেরি’র মতো সফল সিনেমায় অভিনয় করেছেন। তবে পরে পাদপ্রদীপের আলো থেকে দূরে সরে যান বলিউড অভিনেত্রী রিমি সেন। লোকচক্ষুর আড়ালে তিনি, তা-ও প্রায় ১০ বছর।
সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রিমি সেন। জানিয়েছেন চলচ্চিত্র থেকে তাঁর ব্যক্তিগত জীবনের কথাও।
লাইমলাইট থেকে সরে থাকার কারণ কী? উত্তরে রিমি সেন বলেন, ‘আগে যখন অভিনয় করতাম, তখন ভালো ছবিতে অভিনয় করেছি। টাকা রোজগারের জন্য বি বা সি গ্রেডের কোনো ছবিতে কাজ করিনি। কাজ করা বন্ধও করেছি নিজের শর্তে। ব্যস্ত ছিলাম নিজের প্রোডাকশন হাউসের কাজ নিয়ে।’
বাংলা ছবিতে অভিনয় করার ইচ্ছে আছে? এমন প্রশ্নের জবাবে দৈনিকটিকে রিমি সেন বলেন, ‘ক্যারিয়ারের গোড়ার দিকে কয়েকটা বাংলা ছবিতে অভিনয় করেছিলাম। বাংলায় অনেক বিজ্ঞাপনও করেছি। কিন্তু এখন সকলেই মুম্বাইয়ে কাজ করতে চায় বেশি সংখ্যক দর্শকের জন্য। তাই এখানে কাজ করার চাহিদা এবং তাগিদ অনেক বেশি।’
রিমি সেন এখন চল্লিশ ছুঁইছুঁই। বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত? এ অভিনেত্রীর সাফ জবাব, ‘আমার জীবনে স্বাধীনতা খুব প্রিয়। আমার ওয়াশরুম কারও সঙ্গে শেয়ার করতে পারি না। তাই মনে হয় না বিয়ের জন্য আমি এখনও তৈরি। একা থাকতে বেশ লাগে।’
রিমি সেন বাংলা ও হিন্দি ছাড়াও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছেন। ২০১৫ সালে বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসে প্রতিযোগী হয়েছিলেন।