মাদককাণ্ডে জেরার পর গ্রেপ্তার হতে পারেন শাহরুখপুত্র
মাদককাণ্ডে আটক বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হতে পারে। বর্তমানে তাঁকে জেরা করা হচ্ছে; অভিযোগ শক্ত হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে সম্ভবত তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি সূত্র ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে এই তথ্য জানিয়েছে।
সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, আরিয়ান খানের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাঁর হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করে দেখা গেছে, তিনি নিয়মিত মাদক ক্রয় করতেন এবং মাদক গ্রহণ করতেন।
বার্তা সংস্থা এএনআই সবশেষ টুইটার বার্তায় জানিয়েছে, মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে গতকাল রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।