সন্ধ্যায় পরী মণির সবুজ জন্মদিন
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির জন্মদিন আজ। প্রতিবারের মতো এবারও এই চিত্রনায়িকার জন্মদিনে থাকছে আয়োজন। সেই আয়োজন অনুসারে এবার পরী মণির সবুজ জন্মদিন।
এবারের জন্মদিন প্রসঙ্গে পরী মণি এনটিভি অনলাইনকে বলেন, ‘রাত ১২টায় নিজের বাসায় বেশ কয়েকটা কেক কেটেছি। কাছের কিছু মানুষ ছিল সে সময়। সবাই মিলে অনেক আনন্দ করেছি। সন্ধায় একটি হোটেলে আমার ভালোবাসার মানুষদের নিয়ে কেক কাটার ইচ্ছে রয়েছে। আসলে করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি। মাঝে টুকটাক কাজ করতে হয়েছে। সংক্রমণের কারণে এবার জন্মদিন পালন করার ইচ্ছে ছিল না। সব মিলিয়ে দেখলাম স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা যেতেই পারে। কিছুটা হলেও মানসিক প্রশান্তি পাওয়া যাবে এ ধরনের একটা আয়োজনে। তাই জন্মদিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিলাম। জন্মদিনে প্রতিবছর ড্রেস কোড রাখি, এবারও রেখেছি। এবার প্রকৃতিকে ভালোবেসে সবুজ রংকে প্রাধান্য দিয়ে জন্মদিনের ড্রেস কোড নির্ধারণ করেছি সবুজ।’
মডেলিং থেকে ছোট পর্দার পর ঢাকাই সিনেমায় নাম লেখান পরী মণি। প্রথম সিনেমা মুক্তির আগেই ২৩ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত আলোচনার জন্ম দিয়েছিলেন হালের আলোচিত এই চিত্রনায়িকা। বর্তমানে পরী মণির মুক্তির অপেক্ষায় আছে ‘বিশ্বসুন্দরী’ শিরোনামের একটি সিনেমা আর চুক্তিবদ্ধ হয়েছেন ‘প্রীতিলতা’ সিনেমায়।