সালমান-আমির খানের রেকর্ড ভাঙতে পারবে রকি ভাই?
ভাঙছে রেকর্ড, বাড়ছে প্রত্যাশা। বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছেন সিনেপ্রেমীরা।
গত ১৪ এপ্রিল মুক্তি পায় বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। মুক্তির ১১ দিনে বিশ্বব্যাপী ৮৮০ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। ভেঙেছে বহু রেকর্ড। এ সিনেমার খুঁটিনাটি জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই ডটকমের প্রতিবেদন বলছে, মুক্তির ১১ দিনে হিন্দি ভার্সনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘কেজিএফ টু’। এর আগে আটটি বলিউড সিনেমা ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। প্রভাসের ‘বাহুবলি টু’ সিনেমার হিন্দি ভার্সন প্রবেশ করেছিল এই এলিট ক্লাবে। ১০ম সিনেমা হিসেবে এই ক্লাবে প্রবেশ করেছে ‘কেজিএফ টু’।
বক্স অফিসে লাইফটাইম সংগ্রহে রকি ভাইয়ের ‘কেজিএফ টু’র আগে রয়েছে পাঁচটি সিনেমা। বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, বলিউড সুপারস্টার সালমান খান ও আমির খানের যথাক্রমে ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘দঙ্গল’ সিনেমার লাইফটাইম কালেকশনের রেকর্ড ভাঙতে পারে ‘কেজিএফ টু’। আর ‘বাহুবলি টু’র লাইফটাইম কালেকশনের রেকর্ড ভাঙা সম্ভব হবে না বলেই মনে করছেন তাঁরা।
বক্স অফিস রেকর্ড তালিকা (হিন্দি)
১. বাহুবলি—দ্য কনক্লুসন : ৫১১ কোটি রুপি
২. দঙ্গল : ৩৮৭.৩৮ কোটি রুপি
৩. সঞ্জু : ৩৪২.৫৩ কোটি রুপি
৪. পিকে : ৩৪০.৮০ কোটি রুপি
৫. টাইগার জিন্দা হ্যায় : ৩৩৯.২৫ কোটি রুপি
৬. কেজিএফ—চ্যাপ্টার টু : ৩২১.৪৪* কোটি রুপি (১১ দিন)
৭. বজরঙ্গি ভাইজান : ৩২১ কোটি রুপি
৮. ওয়ার : ৩১৮ কোটি রুপি
৯. পদ্মাবত : ৩০২.১৫ কোটি রুপি
১০. সুলতান : ৩০১.১৫ কোটি রুপি
‘বাহুবলি : দ্য বিগিনিং’-এর লাইফটাইম রেকর্ড ভেঙে দিয়েছে ইয়াশের ‘কেজিএফ টু’, সিনেমাটি সব মিলিয়ে সংগ্রহ করেছিল ৬৫০ কোটি রুপি। আর ‘কেজিএফ টু’ মাত্র পাঁচ দিনে বিশ্ব বক্স অফিসে ৬০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।
বাণিজ্য বিশ্লেষকদের আশা, ইয়াশের পাশাপাশি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডনের ‘কেজিএফ টু’ শিগগিরই এক হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর।
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে।