হানিফ সংকেতের অনুষ্ঠানের উপস্থাপক তারিন
মহান বিজয় দিবস উপলক্ষে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। অনুষ্ঠানটির নির্দেশনা দিয়েছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১৯৭১ সালের ১৩ জুন মহান মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরে সংঘটিত হয়েছিল নির্মম ও বর্বর হত্যাকাণ্ড, যা ‘গোলাহাট গণহত্যা’ নামে পরিচিত। যে অপারেশনে নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ-বৃদ্ধাসহ প্রায় সাড়ে চারশো মানুষকে রামদা দিয়ে কুপিয়ে এবং বেয়োনেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ট্রেনে সংঘটিত সেই মর্মান্তিক ট্র্যাজেডির ওপর এবারের অনুষ্ঠানে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে মৌলভীবাজারের মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক বিকুল চক্রবর্তীর ওপর একটি প্রতিবেদন। ব্যক্তিগত উদ্যোগে যিনি দেশপ্রেম, দেশ গড়ার আদর্শ, ইতিহাসের সঠিক তথ্য আহরণ এবং নতুন প্রজন্মের প্রতি দায়িত্ববোধ থেকে এ পর্যন্ত ৫১টিরও বেশি মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর আয়োজন করেছেন। রয়েছে নরসুন্দর গোপাল চন্দ্র শীলের ওপর একটি অনুকরণীয় প্রতিবেদন। দীর্ঘ ২৫ বছরে যিনি কখনোই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কোনো অর্থ নেননি। বিনা পয়সায় মুক্তিযোদ্ধাদের চুল কেটে দিয়েছেন এবং এখনো কাটছেন।
এ ছাড়া ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানটিতে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে গর্বিত বিজয় নিয়ে রয়েছে তিনটি দেশাত্মবোধক গান। ব্যাপক আয়োজনে নির্মিত গানগুলোতে অংশগ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় সংগীত তারকারা। গীতিকবি মনিরুজ্জামান পলাশের কথায় একটি গানে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী রবি চৌধুরী। আপেল মাহমুদের কথা ও সুরে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণাদায়ক গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে...’, নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার ও তাঁর ব্যান্ড দলছুট। আর একটি গান গেয়েছেন শিল্পী এস আই টুটুল। গানটির কথা লিখেছেন লিটন ঘোষ জয়, সুর করেছেন শিল্পী নিজেই।
ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর নান্দনিক চিত্রায়ন করা হয়। অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলায়।