৩০ দিন কাজ করা আমার জন্য নয় : সাফা কবির
‘@১৮ অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয় করে ২০১৫ সালে অভিনেত্রীর খাতায় নাম লেখান ছোট পর্দার সাফা কবির। যদিও এর আগেই তাঁকে দেখা গেছে একাধিক বিজ্ঞাপনচিত্রে। সেই থেকে এই অবধি সাফা টিভি পর্দার জনপ্রিয় মুখ।
ভালোবাসা দিবসে তাঁর বেশ কিছু কাজ আলোচনায় এলেও গেল কয়েক বছরে অভিনয়ে যেন আগের চেয়ে কম দেখা যাচ্ছে সাফাকে। যেখানে নাটকপাড়ায় তাঁর অন্য সহকর্মীদের শিলিউড মেলা ভার, সেখানে অভিনয়ে কেন কম দেখা যাচ্ছে সাফা কবিরকে? এনটিভি অনলাইনের এমন প্রশ্নে প্রথমেই অভিনেত্রীর সহজ স্বীকারোক্তি—হ্যাঁ, তাঁকে অভিনয়ে আগের চেয়ে কম দেখা যাচ্ছে।
আর এই কম দেখা যাওয়ার কারণ অভিনেত্রী ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমার কাছে মনে হয়, আসলে ৩০ দিন কাজ করা আমার জন্য নয়। একদিন-দুদিন ব্রেক নিয়ে বেটার-বেটার প্রজেক্ট করা যায়। আমি আসলে খুব বেশি কাজ করতে চাই না। যে কয়টা কাজ করতে চাই, কোয়ালিটিফুল কাজ করতে চাই।’
সাফা কবির চলতি মাসেই ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন। যদিও এ প্রসঙ্গে এখনই মুখ খুলতে মানা অভিনেত্রীর।