৫ বছর প্রেমের পর প্রীতম-শেহতাজের বিয়ে
পাঁচ বছরের পরিচয়-প্রেমের সফল পরিণতি ঘটাচ্ছেন সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল শেহতাজ মনিরা হাশেম।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন তাঁরা।
এরমধ্যে গেল বৃহস্পতিবার হয়ে গেছে ঘরোয়া আয়োজনে মেহেদি সন্ধ্যাও।
প্রীতম-শেহতাজের পরিচয় ও প্রেম বছর পাঁচেকে আগে ‘জাদুকর’ নামের একটি গানচিত্রের সুবাদে। প্রীতমের গাওয়া গানটির ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। এতে প্রীতম নিজেও অভিনয় করেছেন। গানচিত্রটি প্রকাশ হয় ২০১৭ সালে।