ভালো গল্প, ভালো চরিত্র দিতে হবে : মৌসুমি হামিদ
একজন নারী। পরনে শার্ট প্যান্ট। হাতে পিস্তল। গুলি ছুড়ছেন ১০-১২ জন লোকের দিকে। দেখেই বোঝা যাচ্ছে লোকগুলো বিশেষ সুবিধার নয়। তারাও পাল্টা জবাব দিচ্ছে অস্ত্র দিয়েই। একপর্যায়ে গোলাগুলি থেমে যায়- কাট কাট শব্দে। শুটিং চলছিল এফডিসির নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে। গতকাল শুক্রবার, ২৯ মে এই শুটিং অ্যাকশন দৃশ্যে অংশ নেন নায়িকা মৌসুমি হামিদ। ছবির নাম ‘শোধ প্রতিশোধ’ আর ছবিটি পরিচালনা করছেন ফিরোজ খান প্রিন্স। মৌসুমির বিপরীতে অভিনয় করছেন নায়ক মারুফ।
শুটিংয়ের ফাকে কথা হয় মৌসুমি হামিদের সঙ্গে। তিনি ছবিটি প্রসঙ্গে বলেন, ‘এই ছবিতে আমি একটি গ্রুপের নিরাপত্তার দায়িত্বে আছি। আজ আমাদের বিপক্ষদল আক্রমণ চালিয়ে আমাদের ট্রাক বোঝাই মাল নিয়ে যায়। অনেক মারামারি করেও আমরা ঠেকাতে পারি না। তখন বুঝতে পারি এই কাজের জন্য একজন পেশাদার লোক দরকার। আর সেজন্য আমরা নায়ক মারুফের কাছে যাই।’ মৌসুমির কথা থেকে বোঝা যায় একটি অ্যাকশন ছবিই হতে যাচ্ছে ‘শোধ প্রতিশোধ’।
বর্তমানে তো অনেক ছবিই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নতুন মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে মূল্যায়ন কি? এমন প্রশ্নের জবাবে মৌসুমি বলেন, ‘আগে যখন একটি ছবি মুক্তি পেত, তখন দর্শকদের কাছে সেটা উৎসব মনে হতো । মা-বাবা ভাইবোন নিয়ে আমরা হলে যেতাম ছবি দেখতে। যেদিন টিভিতে ছবি দেখাত সেদিন টিভির রিমোট আমার হাত থেকে কেউ নিতে পারত না। এর মূল কারণ আমাদের ছবির গল্পের ধরন ছিল আমাদের মতো। সাধারণ মানুষের জীবন যেমন হয় ঠিক তেমন। এখনকার ছবি মানুষকে স্পর্শ করতে পারে না। কিছু ভালো ছবি হলেও সেগুলো দর্শক হলে দেখতে যায় না।’
কেন দর্শক হলে যায় না? জবাবে মৌসুমি হামিদ বলেন, ‘মাঝে কয়েক বছর বাংলাদেশে যে ধরনের নোংরা ছবি হয়েছে তাতে এখন দর্শক হলে আসতে ভয় পায়। সিনিয়র থেকে জুনিয়র সবাই এই নোংরা ছবিতে অভিনয় করেছে। যে কারণে এখন আর দর্শক কারো ওপর ভরসা করতে পারে না। পরিবার নিয়ে কেউ হলে আসার কথা এখন আর চিন্তা করে না।’
তাহলে কি ছবি বন্ধ হয়ে যাবে? মৌসুমি হামিদ বলেন, ‘এখন বেশ কিছু প্রতিষ্ঠান ভালো ছবি নির্মাণ করছে । আমার জানা মতে অনেকেই ছবির কাজ শুরু করেছেন আর অনেকেই গল্প নিয়ে কাজ করছেন যাঁদের কাছে নতুন কিছু আশা করা যায়। একদিন ঠিক ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র।’
ভালো শিল্পীর কি সংকট বাংলাদেশে? মৌসুমি এই প্রশ্নের উত্তরে বলেন, ‘যাঁরা ভালো গল্প নিয়ে কাজ করেন তাঁরা ভালো শিল্পী খুঁজে নেন। আমরা তো অভিনয়ের নেশায় চলচ্চিত্রে কাজ করতে এসেছি। ববিতা, শাবানা, শাবনুরকে দেখে নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছি। আমাদের কাছ থেকে ভালো অভিনয় চাওয়ার আগে, ভালো গল্প, ভালো চরিত্র দিতে হবে। আমার মতো অনেকেই কাজ করছে, যাদের দর্শক চেনে, আমরা কেমন অভিনয় করি সেটাও দর্শক জানে, কিন্তু ভালো কাজ নিয়ে দর্শকদের সামনে না দাঁড়ালে তারা আমাদেরকেও ভুল বুঝবে।’
বর্তমান সময়ে ছবিতে অশ্লীলতা সম্পর্কে মৌসুমি হামিদ বলেন, ‘এখন আর আগের মতো অশ্লীলতা নেই। কেউ চাইলেই আগের মতো খারাপ ছবি বানাতে পারবে না। আর আমরা যারা নতুন কাজ করছি তারাও অনেক সচেতন। চাইলেই কেউ আমাদের দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে না। আবার গল্পের প্রয়োজনে আমরা সব করতে প্রস্তুত। এর মূল কারণ আমরা গল্পের প্রয়োজনটাও বুঝি। এখন যারা ছবি বানাচ্ছেন তাঁরাও অনেক বুঝে বানাচ্ছেন। আমার বিশ্বাস চলচ্চিত্র আবার আগের রূপ ফিরে পাবে। আর এই আশাতেই চলচ্চিত্রে কাজ করছি।’
কথা শেষ করে মৌসুমি আবার দাঁড়ালেন ক্যামেরার সামনে। সামাজিক অ্যাকশনধর্মী এই ‘শোধ প্রতিশোধ’ ছবিতে আরো অভিনয় করছেন মৌমিতা মৌ, সাদিয়া আফরিন, কাবিলা, ইলিয়াস কোবরা, হারুন কিসিঞ্জার, জীবন খান, মর্জিনা ও মিজু আহম্মেদ।
পরিচালক ফিরোজ খান প্রিন্সের এটি চতুর্থ ছবি। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রেমিকা ছিনতাই’, ‘খুনি বউ’ ও ‘বউয়ের জ্বালা’।