সালমান বেকসুর খালাস, বাবার স্বস্তি
বলিউডের তারকা সন্তান ১৯ বছর আগের অস্ত্র মামলায় বেকসুর খালাস পাওয়ায় বাবা সেলিম খান স্বস্তি প্রকাশ করেছেন। বুঝতেই পারছেন, বলা হচ্ছে সালমান খান ওরফে সল্লু ভাইয়ের কথা।
সালমানের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় প্রকাশের পর টাইমস অব ইন্ডিয়ায় সেলিম খান প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, ‘খবর শুনে সবাই খুব খুশি হয়েছে। সালমানকে যাঁরা এ বিষয়ে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’
১৯৯৮ সালে যোধপুরের কানকানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করতে যান সালমান। এক রাতে গুলির শব্দ শুনে গ্রামবাসী ঘর থেকে বেরিয়ে আসেন এবং পরে সালমান ও তাঁর সঙ্গীদের ধাওয়া করেন। সেদিন আসলে হরিণ শিকারে বেরিয়েছিলেন সালমান। পরে সালমানের বিরুদ্ধে দুটি মায়া হরিণ হত্যার মামলা করেন বনের প্রহরী গোরধান সিং। পরবর্তী অনুসন্ধানে আরো বেরিয়ে আসে, হরিণ শিকারের সময় যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, সেগুলোর লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ।
তবে ১৯ বছর ধরে চলা অনুসন্ধান ও সেখান থেকে তৈরি প্রতিবেদন অনুযায়ী সালমানের বিরুদ্ধে কোনো অভিযোগ টেকেনি।
এ প্রসঙ্গে গতকাল বুধবার সালমান খানের আইনজীবী বলেছেন, ‘উল্লেখযোগ্য কোনো প্রমাণ না পাওয়ায় এই অস্ত্র মামলায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।’
ভারতের যোধপুর আদালত গতকাল বুধবার সালমানকে এ মামলা থেকে অব্যাহতি দেন। এতে শুধু সালমানের বাবা বা পরিবারের সদস্যদের মাঝে নয়, স্বস্তি এসেছে প্রযোজকদের মাঝেও।