গুজবে কান দেবেন না : সালমান খান
‘ওয়ান্টেড’ ছবির সেই বিখ্যাত সংলাপের কথা মনে আছে? সল্লু ভাই সেখানে বলেছিলেন, ‘একবার জো ম্যায় কমিটমেন্ট কারদি, তো উসকে বাদ ম্যায় খুদ কে ভি নেহি শুনতা।’ এবার সেই সংলাপটা আবারও বললেন সালমান খান। তবে এবার সিনেমার রুপালি পর্দার জন্য নয়, বাস্তবেই এক টুইট বার্তায় সব গুজব উড়িয়ে দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে বড় পর্দায় একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান সালমান। খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এই টুইটার প্রকাশের আগে বিটাউনে গুঞ্জন ছিল ‘ব্যাটল অব সরগার্হি’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন করণ জোহর। সেখানে সহ-প্রযোজনার কথাও ছিল অক্ষয় কুমারের। অক্ষয় তো বটেই, এটাও ঠিক হয়েছিল যে সে ছবিতে অভিনয় করবেন বলিউড সুলতান সালমান খান। কিন্তু শোনা গিয়েছিল, সল্লু ভাই হঠাৎই ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার রাতে নিজের টুইট অ্যাকাউন্ট থেকে করা টুইটে ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এ অভিনেতা বলেন, ‘গুজবে কান দেবেন না। আমার কথা শুনুন। একবার যখন কথা দিয়েছি তো… অবশ্যই অক্ষয় কুমারের সঙ্গে ছবি করছি।’
এই টুইট থেকে ভক্তরা খুশি হতেই পারেন, কারণ শুধু সহ-প্রযোজনার দায়িত্ব পালন নয়, সালমান খানের সঙ্গে নিজেও অভিনয় করবেন অক্ষয় কুমার। তবে এই ছবির জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৮ সাল পর্যন্ত।