বানসালির কুশপুত্তলিকা পোড়াল করনি সেনারা
ঝামেলা আর আক্রমণ যেন পিছু ছাড়ছে না সঞ্জয় লীলা বানসালি ও ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল, গতকাল শনিবার মুম্বাইতে সঞ্জয় লীলা বানসালির কুশপুত্তলিকা পুড়িয়েছে রাজপুত করনি সেনাসদস্যরা। রাজপুতদের এই ক্ষোভ কিন্তু নতুন নয়। ছবিতে রানী পদ্মাবতীকে বাজেভাবে উপস্থাপন করছেন পরিচালক বানসালি, এমন অভিযোগ তুলে এ বছরের শুরুতে রাজস্থানের জয়পুরে রাজপুত করনি সেনাসদস্যরা শারীরিকভাবে লাঞ্ছিত করেন বানসালিকে।
সে সময় কিছু ক্যামেরা ও সরঞ্জাম ভাংচুর করা হয়। বাধ্য হয়ে শুটিং বন্ধ করেন বানসালি। এ ঘটনার পর বানসালি নিজের শুটিং ইউনিট সরিয়ে নেন মহারাষ্ট্রের ঐতিহাসিক নগর কোলাপুরে। হামলাকারীরা তখনো তাঁর পিছু ছাড়েনি। কোলাপুরের মাসাই পাথার এলাকায় ৫০ হাজার বর্গফুটজুড়ে নির্মিত সেটে রাত ২টার সময় হামলার চালায় দুর্বৃত্তরা। সেখানে ৩০-৩৫ জনের একটি দল মশাল ও পেট্রলবোমা নিয়ে হামলা চালায়। আগুনে অনেক দামি যন্ত্রের পাশাপাশি ৫০ জন জুনিয়র আর্টিস্টের পোশাকও পুড়ে যায়। পরে দমকল বাহিনী নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে এ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, দীপিকা পাডুকোন ও শহীদ কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন সনু সুদ, বিবেক অব্রয়, অদিতি রাও হায়দারি প্রমুখ। ছবির মুক্তির সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল এ বছরের ১৭ নভেম্বর। তবে চলচ্চিত্রটি নিয়ে চলমান অস্থিরতায় এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।