আবারও শাহরুখকে হারালেন সালমান
চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশের আগেই জমে উঠেছে খানদের লড়াই। আর সে লড়াইয়ে শত্রু থেকে বন্ধু হয়ে যাওয়া শাহরুখ খানকে হারিয়ে দিলেন সালমান। ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, শাহরুখের আসন্ন চলচ্চিত্র ‘রাওলা’র গানের স্বত্বের চেয়ে বেশি দামে কিনে নেওয়া হয়েছে সালমানের আসন্ন চলচ্চিত্র ‘টিউবলাইটে’র গানের স্বত্ব।
দুটি চলচ্চিত্রেরই গানের স্বত্ব কিনেছে সনি মিউজিক ইন্ডিয়া। তবে শাহরুখ খানের ছবির গানের স্বত্ব বিক্রি হয়েছে ১৫ কোটি রুপিতে। আর সালমান খানের গানের ছবির স্বত্ব বিক্রি হয়েছে ২০ কোটি রুপিতে। অথচ সালমানের ছবি ‘টিউবলাইট’-এর গানের সংখ্যা মাত্র তিনটি। অন্যদিকে, শাহরুখের ‘রাওলা’য় রয়েছে ছয়টি গান। এতে করে স্পষ্ট বোঝা যায়, বলিউডের গতানুগতিক গানের সমারোহ রয়েছে শাহরুখের ‘রাওলা’ চলচ্চিত্রটিতে। আর সালমানের ‘টিউবলাইট’ ছবির গানগুলো অনেকটাই চলচ্চিত্রের প্রয়োজনে নির্মাণ করা হয়েছে।
‘রাওলা’য় শাহরুখের বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা। এর আগেও এ জুটি ‘রব নে বানা দি জোড়ি’ ও ‘যব তক হ্যায় জান’-এর মতো দুটি হিট চলচ্চিত্র দিয়েছেন ভক্তদের। ‘রাওলা’ পরিচালনা করছেন ইমতিয়াজ আলি। ছবিটি এ বছরের ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, সালমানের ‘টিউবলাইট’ চলচ্চিত্রে সালমানের বিপরীতে থাকছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। ছবিটি পরিচালনায় থাকছেন কবির খান। সালমানের ছবি এবারেও ঈদের উপলক্ষটি মাতিয়ে তুলতে চায়।