বোরকা নয়, হিজাব পরে মাঠে হ্যাপী
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে দেখার পর অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘পরের ম্যাচে বোরকা পরে যাব’। সেই কথা রাখতে পারেননি, তবে আংশিক রেখেছেন, আজ বোরকার বদলে হিজাব পরে মাঠে গেছেন তিনি।
তবে গতদিনের মতো মাঠ থেকে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেননি হ্যাপী। ক্রিকেটপ্রেমী এই উঠতি নায়িকা এনটিভি অনলাইনকে জানান, আজ তিনি গ্যালারিতে সেলফি তুলে ফেসবুকে দেবেন না।
‘গত ম্যাচে মাঠে এসে ফেসবুকে সেলফি পোস্ট করেছিলাম। মাঠে আমাকে দেখে ভক্তরা ছবি তোলার জন্য অস্থির হয়ে ওঠে। আজ তাই ইচ্ছা করে কোনো ছবি আপলোড করিনি,’ ব্যাখ্যা দিলেন হ্যাপী।
হিজাবের ব্যাপারে আলোচিত এই অভিনেত্রী বললেন, ‘চেয়েছিলাম আজ মাঠে বোরকা পরে আসব, কিন্তু শেষপর্যন্ত হিজাব পরেই এসেছি। হিজাব পরা অবস্থায় কোনো ছবি দিতে চাই না। তবে মাঠ ছাড়ার পর ফেসবুকে সেলফি দিব।’
গ্যালারিতে বসে আজ পুরো খেলা দেখবেন কি না? হ্যাপী বললেন, ‘ইচ্ছা আছে খেলা শেষ করে বিজয়ী হয়ে বাসায় ফিরব। দেখা যাক শেষপর্যন্ত কী হয়!’