কোহলির আউটের পরই মাঠ ছাড়লেন হ্যাপি
বাংলাদেশ - ভারত প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে মাঠে গেছেন চলচ্চিত্রের নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। আজ বৃহস্পতিবার ম্যাচ শুরু হওয়ার প্রথম থেকেই থেকেই মাঠে ছিলেন আলোচিত ‘রুবেল বিতর্কের’ কেন্দ্রীয় চরিত্র হ্যাপি। বাংলাদেশ দলের ড্রেসিং রুমের ঠিক পাশে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখেছেন তিনি। তাঁকে ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
হ্যাপির সাথে মাঠে থাকা একজন দর্শক এনটিভি অনলাইনকে জানান, ম্যাচের শুরু থেকেই মাঠে থাকা হ্যাপি বেরিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি আউটের পর পরই।’ মাঠে থাকা কয়েকজন সাংবাদিকও বিষয়টি জানান।
ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা করেছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে দেখতে আসছেন তিনি। টিকিট হাতে তিনি দুটি ছবি দেন ফেসবুকে। এরপর মাঠে গিয়েও পোস্ট করেছেন একটি সেলফি।
২০১৪ সালের ১৩ ডিসেম্বর জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন অভিনেত্রী হ্যাপি। গত বিশ্বকাপের ঠিক আগে ঘটা এ ঘটনায় তুমুল শোরগোল বাঁধে ক্রিকেটাঙ্গনে।
এ অভিযোগে নিয়ে কয়েকদিন জেলে থাকতে হয়েছে পেসার রুবেলকে। শেষ পর্যন্ত রুবেলকে অভিযোগ থেকে মুক্তি দেন আদালত।
চিত্রনায়িকা হ্যাপির অভিনয় করা প্রথম চলচ্চিত্র মোস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা। এ ছাড়া রিয়েল ম্যান সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মায়া শিরোনামের একটি সিনেমায় হ্যাপি চুক্তিবদ্ধ হয়েছেন।